আদালতের নির্দেশে জালি শিক্ষকদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ প্রথম দিকে ১৮৩ জন জালি শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। এরপর ৬ই ডিসেম্বর মঙ্গলবার আরও ৪০ জনের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। ফলে এই নিয়ে মোট ২২৩ জনের নাম প্রকাশ্যে এসেছে।
উত্তর ২৪ পরগণা জেলা খাদি মেলা ২০২২
আদালতের নির্দেশে গত ১লা ডিসেম্বর কার্যত বাধ্য হয়ে নবম–দশমে শিক্ষকপদে অবৈধভাবে নিযুক্ত ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আবার মঙ্গলবার আদালতে আরও ৪০ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে মেনে নেয় তাঁরা।
এরপর আজকের মধ্যে তাদের পুরো নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।