September 9, 2024

‘লাইফ লাইট এডুকেশন সোসাইটি’র পরিচালনায় আয়োজিত হলো OCCG বা “অপারেশন খ্রীষ্টমাস চাইল্ড গিফট” অনুষ্ঠান

0
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, দক্ষিণ ২৪ পরগণা ঃ গতকাল, ১লা অগাস্ট অনুষ্ঠিত হলো ‘লাইফ লাইট এডুকেশন সোসাইটি’র তত্বাবধান ও পরিচালনায় আয়োজিত OCCG বা “অপারেশন খ্রীষ্টমাস চাইল্ড গিফট” অনুষ্ঠান। এই সামারির্টান প্রাইজ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকার অন্তর্গত নিউ সারদাপল্লীর রামকৃষ্ণ নগর অঞ্চলের লাইফ লাইট গীর্জা ঘরে।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল এলাকার সর্বধর্ম সমন্বয়ে ছোট বড় প্রান্তিক শিশুদের মাঝে প্রভু যীশু খ্রীস্টের অপার প্রেম, অনুগ্রহ, আশির্বাদ ও শীশুদের প্রতি তাঁর যে অপত্যস্নেহ এবং ভালোবাসার বার্তা তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। যদিও খ্রীষ্টমাস এখনও অনেকটাই দেরি, তবু তার আগেই নিষ্পাপ শিশুদের মাঝে পরম প্রেমময় যীশুর আনন্দ দান ভাগ করে নেওয়া হলো। এদিন আগত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদান করেন সংস্থার শিক্ষারত ছাত্রীরা।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

আর এই সর্বাঙ্গ সুন্দর ও মহতী অনুষ্ঠানে নিউ সারদাপল্লীর রামকৃষ্ণ নগর সহ পাশ্ববর্তী বিবেকান্দপল্লী, আকড়া ও নোয়াপাড়া এলাকার প্রায় ২৭০ জন প্রান্তিক শিশুদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের গৌরবময় মুহূর্তে উপস্থিত ছিলেন লাইফ লাইট এডুকেশন সোসাইটির সম্পাদক রেভারেন্ড সুব্রত মান্না, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দীপক ভট্টাচার্য, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরা বেগম প্রমুখ।

এদিন দীপক বাবু তাঁর মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে ঈশ্বর প্রভু যীশু খ্রীস্টের মানব প্রেমের কথা তুলে ধরেন। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের এই ছোট্ট উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি যেন তাদের মধ্যে প্রভু যীশুর সেই প্রগাঢ় ভালোবাসা ও ত্যাগের চিন্তাভাবনা ফলপ্রসূ হোক। এবং তাদের আগামী জীবন যেন যীশু খ্রীস্টের আদর্শে অনুপ্রাণিত হয়।

এছাড়াও তিনি এদিন এই “অপারেশন খ্রীষ্টমাস চাইল্ড গিফট” অনুষ্ঠান উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে জানান যে, প্রথমবার এই অঞ্চলে “অপারেশন খ্রীষ্টমাস চাইল্ড গিফট” অনুষ্ঠানে নানান ধরনের উপহার প্রদানের মাধ্যমে এলাকার ছোট বড় শিশুদের ও তাদের পরিবারে যেন এক খুশির জোয়ার এনে দিয়েছে।

Advertisements

Leave a Reply