নিউবারাকপুরে পালিত হলো তৃণমৃল কংগ্রেস আয়োজিত রাখী বন্ধন উৎসব
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভাতৃত্ববোধর বন্ধনকে সুদৃঢ় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা জেলার সঙ্গে নিউ বারাকপুরে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেস আয়োজিত রাখী বন্ধন উৎসব। গত ১৫ আগস্ট ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্টেশন সংলগ্ন আমতলা মোড়ে পালিত হয় এই বিশাল রাখি বন্ধন উৎসব। পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ছাত্র-যুব-মহিলারা একে অপরের হাতে রাখি পরিয়ে সৌদার্হ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।
এদিন পুরপ্রধান তৃপ্তি মজুমদার উপ পুরপ্রধান মিহির দের হাতে রাখি পরিয়ে দেন। অপরদিকে নিউ বারাকপুর শহর তৃণমূল মহিলা সভানেত্রী ও পুরমাতা লিপিকা দাস প্রাক্তন পুরপিতা ও তৃণমূল কংগ্রেস সভাপতি সুখেন মজুমদারের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের অটুট বন্ধনকে সুদৃঢ় করেন। নিউ বারাকপুর পুরসভার উদ্যোগে ও পুর ভবনে সংস্কৃতি দিবস হিসাবে দিনটি স্বাড়ম্বরে পালন করা হয়। পুরভবনে এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিচ্ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুরপ্রধান তৃপ্তি মজুমদার।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করে এবং বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্বার্ঘ্য জানান উপ পুরপ্রধান মিহির দে। পুরসভায় পৌরমাতারগণ বিভিন্ন পুরপিতাদের এবং পুরকর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। আমতলা মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্হিত ছিলেন নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, পুরপ্রধান তৃপ্তি মজুমদার, উপ পুরপ্রধান মিহির দে, পৌরপিতা সৌমিত্র মজুমদার, মনোজ সরকার, তৃণমৃল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, জেলা তৃণমৃল নেতা ঋষীকেশ রায়, শ্রমিক নেতা শীতাংশু শেখর গুহ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।
সুখেন মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে শহরে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি ও সংহতির প্রতীক এই রাখি বন্ধন উৎসব। এদিন সেই সৌভাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরাও। কর্মীরা সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে সামিল হয়ে মানুষের পাশে থেকে মানুষ কে সঙ্গে করে নিয়ে চলুন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুরদলনেতা প্রবীর সাহা। পথচলতি মানুষদের হাতেও রাখী পরিয়ে দেওয়া হয় এদিন।