ডার্বিতে আবারও বাজিমাত করলো সবুজ মেরুন শিবির
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আবারও হারের ধাক্কায় বেসামাল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ডার্বি ম্যাচে বাজিমাত করলো সবুজ মেরুন শিবির। শনিবার সন্ধ্যায় এ টি কে মোহনবাগান দাপটের সঙ্গে খেলে ইস্টবেঙ্গলকে একেবারে কোণঠাসা করে দিয়ে ২-০ গোলে ম্যাচ ছিনিয়ে নিল।
খেলার প্রথম পর্বে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগান ছন্দময় ফুটবল খেলে মহা রণের চরিত্র বদলে দেয়। আক্রমনের ঝড় তুলে বিপক্ষ দলের রক্ষণভাগকে তছনছ করে দেয়। খেলার ৫৫ মিনিটে দূরপাল্লা শটো বৌমা গোল করে এ টি কে মোহনবাগানকে এগিয়ে দেয়।
৬৫ মিনিটে সবুজ মেরুন শিবিরের আবার গোল। এবারের গোলদাতা মনবীর। গতবার আই এস এল ফুটবলের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল হেরেছিল ১-৩ গোলের ব্যবধানে সবুজ মেরুন শিবিরের কাছে। ব্রিটিশ কোচ স্টিফেনের সব অংক নস্যাৎ করে দিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডো। সবুজ মেরুন রঙে লাল হলুদ রঙ ফিকে হয়ে গেলো।