ক্রীড়া সাংবাদিক ক্লাবের নব রূপায়িত তাঁবু সূচনায় সৌরভ গাঙ্গুলি
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের নব রূপায়িত তাঁবুর উদ্বোধন করলেন বি সি সি আই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তারপরে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সৌরভ ঘোষাল, মনোজ তেওয়ারি, সুতীর্থা মুখার্জি সহ অন্যরা। সভাপতি সুভেন রাহা তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ক্রীড়া সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। এদিকে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল হেরে গেলো ভবানীপুর ক্লাবের কাছে।
ভবানীপুর ২-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। গোল করেন জিতেন মুর্মু ও ক্রিজো। ডার্বি ম্যাচের আগে এই হার সমর্থকদের কাছে ভালো বার্তা নয়। তবে আই এস এল ম্যাচের চেহারা অন্য রকম। টিকিটের চাহিদা এখন থেকেই আকাশ ছোঁয়া।