শহরে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ওলা-উবের, বিঘ্নিত হতে পারে যাত্রী পরিষেবা
HnExpress জয় গুহ, কলকাতা ঃ ফের আন্দোলনের পথে নামল ক্যাবস গাড়ি ওলা ও উবের। দু‘দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ওলা ও উবের চালকদের একটি সংগঠন৷ গতকাল ১লা ও আজ ২রা জুলাই অর্থাৎ ৪৮ ঘন্টা ধরে বন্ধ থাকছে যাত্রী পরিষেবার।ola runerola runer ফলে মূলত শহর ও শহরতলির রাস্তায় অ্যাপ নির্ভর ওলা ও উবেরের পরিষেবা পাওয়া যাবে না৷ এই আন্দোলনের সামিল হয়েছে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন।
এদিন ওয়েষ্ট বেঙ্গল অনলাইন ক্যাবস এর অপারেটরস গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় এই ধর্মঘটেরর কথা জানিয়েছেন৷ অভিযোগ, কোম্পানি যখন তখন চালকদের আই ডি ব্লক করে দিচ্ছে। প্রতিনিয়ত বেকার হয়ে যাচ্ছে ওলা উবের চালকরা। এছাড়া আরও একাধিক দাবিতে এই আন্দোলন এর কারণ।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এদিন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় আরও জানান, আন্দোলনের ফলে রাস্তায় নামবে না প্রায় ২০ হাজার মত গাড়ি। এছাড়াও লাক্সারি ট্যাক্সির অ্যাসোসিয়েশন এর আরও পাঁচ হাজার গাড়ি। এদের আন্দোলন অবশ্য অন্য দাবিতে। লাক্সারি ট্যাক্সি ড্রাইভারদের অভিযোগ, পুলিশের জুলুমে তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন। এই গাড়ি গুলো মূলত সরকারি কর্মীদের জন্যই ব্যবহার হয়ে থাকে।
শুধু তাই নয়, কোম্পানি তাদের দাবিগুলো বিবেচনা না করলে আগামি দিনে ওলা উবের এর সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে তারা জানিয়েছে। গতিধারার গাড়ি তো দিন দিন বন্ধের দিকেই এগিয়ে যাচ্ছে প্রায়। এই অবস্থা চলতে থাকলে আগামীতে পরিবহণ দফতরে গিয়ে গতিধারার সমস্ত গাড়ি তারা জমা দিয়ে আসবে বলে সুত্রের খবর।