ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে সচেতনতা শিবির
HnExpress নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : রবিবার সারাদিন ধরে ভগবানগোলা হাইস্কুলে একটি সমাজ সচেতনতা শিবিরে কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে।
এদিন অনেক বিশিষ্ট সমাজসেবী মনোভাবাপন্ন ব্যাক্তিত্বরা উপস্থিত হয়ে সচেতনতা শিবির সফল করেন। অনুষ্ঠানে কল্যাণী বিশ্ববিদ্যালয় এর গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সচেতনতা শিবির সফল করতে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন।
তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যাপক প্রচার প্রসার ঘটাতে সাধারণ মানুষকে সচেতন করেন। মুর্শিদাবাদ জেলায় কেন আজও বিশ্ববিদ্যালয় এর পঠনপাঠন শুরু হলো না তা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ভগবানগোলাতে একটি সাধারণ ডিগ্রি কলেজ গড়ে তুলতে এলাকাবাসীর সঙ্গে উচ্চশিক্ষা মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে ফারুক আহমেদ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই আবেদন করেন।
কয়েকশত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এই মহতী উদ্যোগে এগিয়ে এলেন দক্ষ সংগঠক ও ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন।
ভগবানগোলা ও রাণীতলা থানা এলাকাকে জঙ্গীপুর জেলার অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তীব্র জনমত তৈরী করেন ভগবানগোলা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসারাফ হোসেন।
তিনি বললেন, মুর্শিদাবাদ জেলার মধ্যে এই।ভগবানগোলা ও রাণীতলাকে অন্তর্ভুক্ত রাখতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, সামায়ুন কবীর, কাইয়ুম আলী, ভিক্টর মন্ডল, সাকিনুর খাতুন, সাগির হোসেন, সামাউন হক প্রমুখ।