হটাৎ শুটিং সেটেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলি অভিনেতা
HnExpress ওয়েবডেক্স নিউজ, মুম্বাই : শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলি অভিনেতা নীতেশ পান্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তাঁর শ্যালক এই আকস্মিক মৃত্যুর কথা জানিয়েছেন। জানা গিয়েছে, নাসিকে শুটিং করছিলেন হিন্দি টেলিভিশন তথা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা।
অভিনেতার এই আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর স্ত্রী, পরিবার সহ গোটা বলিউড ফিল্ম ইণ্ডাষ্ট্রি। নীতেশের বাবা তাঁর মরদেহ মুম্বইয়ে নিয়ে আসার জন্য রওনা দিয়েছেন বলে সুত্রের খবর। সিরিয়ালের ছোটপর্দা তো বটেই, বড়পর্দাতেও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীতেশ পাণ্ডে।
চলচ্চিত্র জগতে কাজ করেছেন বলি তারকা কিং খান, অর্থাৎ শাহরুখ খান, সলমন খানদের সঙ্গে। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘ওম শান্তি ওম’, ‘দাবাং ২’, ‘হান্টার’, ‘বাধাই দো’র মতো সিনেমার গুচ্ছ। অভিনেতার নাকি একটি প্রযোজনা সংস্থাও ছিল, যার মাধ্যমে রেডিও শো তৈরি করা হত।