ভক্তের সাথে কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেত্রী
HnExpress নিজস্ব প্রতিনিধি, ঢাকা ঃ বর্তমানে বাংলাদেশের চলচিত্র জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে অভিনেত্রী শিরিন শিলা। তবে সম্প্রতি সরল মনে এক ভক্তের সঙ্গে কথা বলতে গিয়ে একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেলেন ভক্ত! অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে শিল্পীকে।
সোমবার ঢাকার ধামরাইয়ে থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে অভিনেত্রী শিরিন শিলা গণমাধ্যমকে জানান, ‘সকালে আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই।
এ সময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে, তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার আমার প্রতি মায়া জন্মে যায়।
তাই আমি তার কাঁধে হাত রেখে স্বান্তনা দেওয়ার চেষ্টা করি। এই সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। তখনই সে আমাকে হঠাৎ জড়িয়ে ধরে চুমু খায়। তবে আমি ব্যাপারটা স্বাভাবিক ভাবেই নিয়েছি। কারণ তাকে আমার মানসিক ভাবে ভারসাম্যহীন বলে মনে হয়েছে।