October 11, 2024

বারবার আগুন লাগার ঘটনা হতাশাজনক : রঞ্জন সরকার

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচী, শিলিগুড়ি : মঙ্গলবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে শিলিগুড়ি বিধান মার্কেটে এবং ক্ষতিগ্রস্ত হয় প্রায় সাতটি দোকান। এই ঘটনার খবর পেয়েই ছুটে যান শিলিগুড়ি পুরোসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে গভীর দুঃখের সঙ্গে তিনি জানান বারবার একই ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই ঘটনার একটি রিপোর্ট তৈরি করে এসজেডিএ তে পাঠাবো এবং মন্ত্রী পর্যায়ে কথা বলব। তিনি বললেন, ছোটছোট রাস্তা গুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যাবসায়ী বন্ধুদের আবেদন জানাবেন, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে এবং যতটা পারবেন তিনিও সাহায্য করবেন।

বিধান মার্কেটে আগুন লাগার ঘটনায় রাজু বিস্তার মন্তব্য প্রসঙ্গে রঞ্জন বাবু বললেন, উনি নতুন এসেছেন আগে বিধান মার্কেটের ইতিহাস জানুক তারপর মন্তব্য করুক। এমন কোনো বিষয়ে কথা বলা উচিত নয় যেটাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। সাংসদ স্থানীয় মানুষ নন তাই উনার না জেনে কোনো কথা বলা উচিত না। রঞ্জন বাবু আরও বললেন, তিনি বোরো থেকে যতটা দরকার এর জন্য তিনি সাহায্য করবেন।

Advertisements

Leave a Reply