মানুষের সাহারায় পাশে থাকার অঙ্গিকার, সাহারা উৎসর্গ ওয়েলফেয়ার সোসাইটি’র (SUWS)
HnExpress অভিষেক চট্টোপাধ্যায়, বারাসাত ঃ কবির ভাষায় বলা যায়, “এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”। কিন্তু নতুন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে কবি যেমন মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলেন, ঠিক তেমনি মানুষের দিন দিন চাহিদা বৃদ্ধি প্রকৃতির ওপর এক বিরূপ প্রভাব সৃষ্টি করে চলেছে।
আর যার ফলস্বরূপ প্রকৃতির মাঝে যে বৈচিত্র তা দিন দিন হারিয়ে যাচ্ছে বহু দূরে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদও ক্ষয় হচ্ছে প্রতিদিন, আর প্রতিনিয়ত। তবে এই ক্রমবর্ধমান ক্ষয়ের দিকে একটু একটু করে এগিয়ে চলা পৃথিবীকে বাঁচিয়ে তুলতে গেলে এখনই বড় কোন পদক্ষেপ বা তদ্রূপ ব্যবস্থা না নিলে বড্ড বেশি দেরি হয়ে যাবে প্রকৃতি তথা মানব জাতি কল্যাণ সাধনে।
আর সেই কথাকেই মাথায় রেখে সাহারা উৎসর্গ ওয়েলফেয়ার সোসাইটি (SUWS) তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এক সচেতনতা শিবিরের আয়োজন করে, রবিবার ৩রা অগাস্ট বারাসাত এর রবীন্দ্রভবনে। সংস্থার ২৬ তম প্রতিষ্ঠা দিবস বার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুধুমাত্র বৃক্ষ রোপনই সীমাবদ্ধ নয় সংস্থা, এই অনুষ্ঠানে জল অপচয় রোধ ও সংরক্ষণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
শুধু প্রকৃতি নিয়েই সচেতনতা নয়, এই অনুষ্ঠান এর মাধ্যমে মানব সেবা করা হয় বলেও জানালেন সংস্থার সিইও সুদিপ্ত ব্যানার্জি। আর তারই ফলস্বরূপ এদিন প্রায় দুই শত বিশেষ ভাবে সক্ষম মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠান উদ্যোক্তারা। এরই পাশাপাশি এদিন অনুষ্ঠানে সর্ব ধর্ম সম্মেলন এর এক মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়ে।
তবে শুধুই সর্ব ধর্ম সমন্বয়ের মানুষ নয় সমাজের নানান স্তরের মানুষদের সক্রিয় যোগদান এই অনুষ্ঠানে এক অন্যমাত্রা নিয়ে আসে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সুদিপ্ত ব্যানার্জি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বেদ্যানন্দ মহারাজ, চার্চ অফ বাইবেল সোসাইটির প্রিন্সিপাল তথা রেভারেন্ট আয়ান ঘোষ, ফুটবলার সত্যজিৎ ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যালিফর্নিয়া সন্দীগো বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র সম্যুদ্ধ বাগচী, বিখ্যাত আইনজীবী পার্থপ্রতিম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মেজর সিং, সমাজসেবী জিয়ায়ুলহক গাজী, জি বাংলা খ্যাত গায়ক-গায়িকা পৌষালী ব্যানার্জি, মোল্লার কর্মকার, সুস্মিতা বিশ্বাস, আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সাইফুল ইসলাম সহ বিশিষ্ট মানুষজন এবং সংস্থার সকল কর্মীবৃন্দ।
তবে এই একদিন নয়, সারা বছরই সাধারণ মানুষের সাহারা হয়ে থাকে এই সাহারা উৎসর্গ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা, এমনটাই বক্তব্য সংগঠনের পক্ষ থেকে। ভবিষ্যতেও যে তাদের সাহারা অনেক মানুষের জীবনের অগ্রগতির পথে পাথেয় হয়ে উঠবে এদিন এমন কামনাই করলেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই।