অভিনব উদ্যোগ, লকডাউনের মধ্যে অন্নপ্রাশনের অনুষ্ঠান না করে দরিদ্র পরিবারদের সাহায্য

0

HnExpress ২৪শে এপ্রিল, অভিজিৎ হাজরা, হাওড়া ঃ রাজ্য ব্যাপী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পেতে চলছে ২য় দফায় লকডাউন। তবে লকডাউনের প্রভাবে সর্বস্তরের মানুষ আজ সমস্যাগ্ৰস্ত। আর বিশেষ করে দরিদ্র, ভিখারী, ভবঘুরেরা রয়েছে সমস্যায়। এই অবস্থায় এই সময়ের সরকারি বিধি নিষেধকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে অন্নপ্রাশনের অনুষ্ঠান না করে দরিদ্র পরিবারদের সাহায্য ও অভুক্ত মানুষদের উদরপূর্তির জন্য অভিনব উদ্যোগ নিয়ে এলো এক পরিবার।

 

 

গ্ৰামীণ হাওড়ার আমতা বিধানসভার বাগনান থানার সাবসিট গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চালধাউড়িয়া গ্ৰামের এক পরিবারের শিশু কন্যার অন্নপ্রাসন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে করার কথা ছিল। বর্তমান সংকটময় পরিস্থিতিতে কোনো জাঁকজমকপূর্ণ আড়ম্বর অনুষ্ঠান না করে, বরং সেই জাঁকজমকপূর্ণ অন্নপ্রাসন উপলক্ষে খরচের টাকায় এলাকার সচেতন কয়েকজন উদ্যোগীদের সহযোগিতায় এলাকার অভুক্ত মানুষ, ভিখারী, ভবঘুরেদের মিলিয়ে ১৩০ জনকে চাল, ডাল, আলু, পিঁয়াজ, সোয়াবিন, তেল, মশলাপাতি, বিস্কুট দেওয়া হলো।

রাজ্যে লকডাউনের ২য় পর্যায় চলছে। এলাকার মানুষরা অর্থসংকটে পড়েছেন। অর্ধাহারে দিন কাটছে বহু মানুষের। অধিকাংশ দিনই অনাহারে কাটছে অনেকেরই। এই সমস্ত মানুষদের এই অবস্থা দেখে চালধাউড়িয়া গ্ৰামের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় তাদের শিশু কন্যার অন্নপ্রাসন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে না করার। এমনকি কোনো অতিথি আপ্যায়নও করা হবে না বলেও সিদ্ধান্ত নেয়। এই অনুষ্ঠানের আয়োজন করা জন্য যে টাকা খরচ ধরা হয়েছিল সেই টাকায় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দরিদ্র পরিবারদের মধ্যে যারা এই পরিস্থিতিতে খুবই সংকটে আছে তাদের দেওয়া হবে।

 

 

আর সেই সিদ্ধান্ত অনুযায়ীই কাজও করা হয়। অন্যদিকে, কিছুটা হলেও দৈনন্দিন জীবনের সেইসব প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে সেই সমস্ত প্রাপককেরা উদ্যোগী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা আশা করছেন এই ভাবেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যেন এই সংকটময় মুহূর্তে নিজ নিজ সাধ্যমত দরিদ্র, ভিখারী, ভবঘুরে, নিরন্নদের সাহায্য-সহযোগিতা করতে এগিয়ে আসেন।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply