মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে ৱ্যাগিংয়ে মৃত স্বপ্নদীপের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মহল
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের ছাত্র স্বপ্নদীপের (Swapnadeep Kundu) মৃত্যুর আজ ৯ দিন অতিবাহিত। তার মধ্যেই পুলিশের তদন্তের জ্বালে ধরা পড়েছে সেই ক্যাম্পাসেরই প্রাক্তন ও দ্বিতীয় বর্ষের ৯ জন অভিযুক্ত। এখনও খোঁজ চলছে আরও দুজনের। এছাড়াও সন্দেহের তালিকায় রয়েছে আরও বেশকিছু নাম। যদিও পুলিশ সুত্রের খবর, ক্যাম্পাসের অন্যান্য ছাত্রদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে এখনও আসল কালপ্রিটই অধরা।
যার অঙ্গুলি হেলোনেই ক্যাম্পাস চত্বরে অবলীলায় চলে এই হিংস্রতায় ভরা মৃত্যু সমতুল্য ৱ্যাগিং। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ১৬ই অগাস্ট বুধবার কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমানবিক ঘটনার নৃশংস বলি স্বপ্নদীপের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা, আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষিত এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ।
এদিন স্বপ্নদ্বীপের (Swapnadeep Kundu) পরিবারের গভীর শোকের মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সব রকমভাবেই যে তাদের পাশে থাকবেন এমনটাই আশ্বাস বাণী দেন তাঁরা। যুব সভানেত্রী সায়নী ঘোষের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ২৪ ঘন্টাই তাদের যেকোনো রকম প্রয়োজনের জন্য স্থানীয় দুজন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বকে নিযুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
আর এরই পাশাপাশি প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের মেডিকেলের একজন প্রতিনিধির দ্বারা স্বপ্নদ্বীপের মা-বাবা ও ভাইয়ের জন্য বিশেষ কাউন্সিলিং এবং রুটিন চেকআপেরও ব্যবস্থা করা হলো। আগামী দিনে যাতে স্বপ্নদ্বীপের (Swapnadeep Kundu) মত তরতাজা প্রাণ যেন এমন মর্মান্তিক নিগ্রহের শিকার হয়ে মায়ের কোল খালি করে চলে না যায়, যেন অভিযুক্ত প্রত্যেকটি দোষীর কড়া ও সর্বোচ্চ শাস্তি হয়, শোকাহত পরিবার যেন সুবিচার পায়, এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়।