পিছিয়ে নেই বামপন্থীরাও, এক সাংবাদিক সম্মেলন করে বিমান বসু প্রকাশ করলো তাদের প্রার্থী তালিকা—
HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, কলকাতা ঃ এদিন সিপিএমের বিমান বসু ২১ এর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিকেল ৪.৩০ মিনিটে। সাংবাদিক সম্মেলন করেই তিনি তা প্রকাশ করেন। তবে এই মুহুর্তের খবর কয়েটি আসনে কোন দল লড়বে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। ভোট উপলক্ষে প্রথম দু’দফায় শুধুমাত্র বাম প্রার্থীদের নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নেমে পরেছে সংযুক্ত মোর্চা।
পরে কংগ্রেস ও আইএসএফের তরফ থেকে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। বামেদের প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন নিম্ন রূপ, পটাশপুর- সৈকত গিরি (সিপিএম), কাঁথি উত্তর- সুতনু মাইতি (সিপিএম), ভগবানপুর (কংগ্রেস), খেজুরি- হিমাংশু দাস (সিপিএম), কাঁথি দক্ষিণ- অনুরূপ পাণ্ডা (সিপিআই), রামনগর- সব্যসাচী জানা (সিপিএম), এগরা (চূড়ান্ত হয়নি), দাঁতন- শিশির পাত্র (সিপিআই), নয়াগ্রাম- হরিপদ সোরেন (সিপিএম), ঝাড়গ্রাম- মধুজা সেন রায় (সিপিএম)।
গোপীবল্লভপুর- প্রশান্ত দাস (সিপিএম), কেশিয়াড়ি- পুলিনবিহারী বাস্কে (সিপিএম), খড়গপুর- শেখ সাদ্দাম আলি (সিপিএম), শালবনি- সুশান্ত ঘোষ (সিপিএম), মেদিনীপুর- তরুণ ঘোষ (সিপিএম), বিনপুর- দিবাকর হাঁসদা (সিপিএম), বান্দোয়ান- সুশান্ত বিশ্বাস (সিপিএম), মানবাজার- যামিনীকান্ত মান্ডি (সিপিএম), কাশীপুর- মল্লিকা মাহাতো (সিপিএম), পারা- স্বপন বাউড়ি (সিপিএম),
রঘুনাথপুর (আইএসএফ), শালতোড়া (আইএসএফ), ছাতনা- ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)।
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম (সিপিএম), রাইপুর- (আইএসএফ), গোসাবা- অনিলচন্দ্র মণ্ডল (আরএসপি), পাথরপ্রতিমা, কাকদ্বীপ- (কংগ্রেস), সাগর- শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম), তমলুক- গৌতম পণ্ডা (সিপিএম), পাঁশকুড়া পূর্ব- শেখ ইব্রাহিম আলি (সিপিএম), পাঁশকুড়া পশ্চিম- চিত্ত দাস ঠাকুর (সিপিএম), নন্দকুমার- করুণা শঙ্কর ভৌমিক (সিপিএম), ময়না- (কংগ্রেস), মহিষাদল (আইএসএফ), হলদিয়া- মণিকা কর পাইক (সিপিএম)।
নন্দীগ্রাম (চূড়ান্ত হয়নি, হেভিওয়েট কেন্দ্র), কেশিয়াড়ি- পুলিনবিহারী বাস্কে (সিপিএম), চণ্ডীপুর- আশিস গুছাইত (সিপিএম), খড়গপুর সদর- (কংগ্রেস), নারায়ণগড়- তাপস সিন্হা (সিপিএম), সবং- (কংগ্রেস), পিংলা – (চূড়ান্ত হয়নি), ডেবরা- রামকৃষ্ণ মণ্ডল (সিপিএম), ঘাটাল- কমল দলুই (সিপিএম), চন্দ্রকোণা- (আইএসএফ), কেশপুর- রামেশ্বর দলুই (সিপিএম), তালড্যাংরা- মনোরঞ্জন পাত্র (সিপিএম), বড়জোড়া- সুজিত চক্রবর্তী (সিপিএম), ওন্দা- তারাপদ চক্রবর্তী (সিপিএম), ইন্দাস- নয়ন শীল (সিপিএম), সোনামুখী- অজিত রায় (সিপিএম)।
নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম), রঘুনাথপুর- (আইএসএফ), বাঘমুন্ডি- (কংগ্রেস), শালতোড়া- (কংগ্রেস), রাইপুর- (আইএসএফ), কাশীপুর- মল্লিক মাইতি, চন্দ্রকোণা- (আইএসএফ)। ব্রিগেডের জমায়েত দেখে সিপিএমের অনেকেই বুক বাঁধছে ২১ এর পালাবদলের নেশাতে। তবে আমজনতার প্রতিক্রিয়া, ‘বাংলার রাজনীতিতে আর যেই আসুক না কেন বিজেপি নয়’।
কারণ সোনার বাংলা শুধু হিন্দুদের নয়, সাথে মুসলিমদেরও। তাই বিজেপির মতো বিভাজন সৃষ্টিকারী সাম্প্রদায়িক দলকে বাংলাতে ঢুকিয়ে কেউ খাল কেটে কুমির ঢোকাতে চায় না। ফলে বিজেপি ও তৃনমূলের নতুন মুখ তারকারা হলেও সিপিএম প্রার্থী তালিকায় নতুন মুখ যারা আছেন তারা হলেন জেএনইউ-র ছাত্রী ঐশী ঘোষ, যুব কর্মী সায়ানদীপ মিত্র, সৃজন ভট্টাচার্যর মতো তরুণ-তরুণীরা।