January 21, 2025

দলের নেতা হোক বা সরকারি কর্মচারী, কাটমানির অভিযোগ পেলেই ৪০৯ ধারায় মামলার নির্দেশ ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচি, ওয়েবডেক্স নিউজ : নজরুল মঞ্চ থেকে দলের নেতাদের কাটমানি খাওয়া নিয়ে সরব হলেন মমতা। বলেছিলেন কাটমানি যারা নিয়েছেন, তারা ফেরত দিন। এই ঘোষণার পরই বেশ কয়েকজন তৃণমূল নেতা গ্রেফতারও হয়েছেন। অনেক তৃণমূল নেতার বাড়ির সামনেই কাটমানি ফেরত এর দাবীতে ধর্নায় বসেছেন দলেরই একাংশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, কোনো রকম কাটমানি সংক্রান্ত কোনও অভিযোগ এলেই তা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপারদের। তিনি আরোও জানিয়েছেন, কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠলে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি নবান্ন থেকে।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এদিন নবান্নে পশ্চিমবঙ্গ পুলিসের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং বিষয়টি নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান সম্পর্কে জানিয়েছেন। সেখানে নির্দেশে বলা হয়েছে যে কোন সরকারি কর্মীর বিরুদ্ধে টাকার প্রতারণার অভিযোগ থাকলে ৪০৯ ধারায় মামলা রুজু করা হবে।

এবং ওই কর্মচারী দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই টাকা ফেরত চেয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষও।

Advertisements

Leave a Reply