অধ্যক্ষ ও সুপারের ইস্তফা দেওয়ায় এক নয়া মোড় নিল এন.আর.এস কান্ড, বিশদে জানতে ক্লিক করুন লিংকে

0

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা ঃ বিগত ৪ দিন ধরে জুনিয়র ডাক্তারদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে অবস্থা বিক্ষোভের জেরে এন.আর.এস হাসপাতাল চত্ত্বর জুরে চলছে অচলাবস্থা। আজ মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেও একটুও বদলায়নি বিক্ষোভের সেই জলচিত্র। ফলত এন.আর.এস কান্ডে এক নয়া মোড় নিল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় ও হাসপাতাল সুপার সৌরভ চট্টোপাধ্যায় এর ইস্তফা পত্রে।

আজ তারা স্বাস্থ্য ভবনে তাদের ইস্তফা পত্র ই-মেল করেন। বর্তমান পরিস্থিতির দায়ভার এড়াতেই ব্যর্থমনোরথে কার্যত পদত্যাগ করলেন অধ্যক্ষ ও সুপার। এদিন তাদের যুগ্ম দ্বয়ের ইস্তফা প্রসঙ্গে এনআরএস এর চিকিৎসক অনির্বাণ নাথ বললেন, “ওঁনারা নিজের নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েই ইস্তফা দিলেন। তবে ওঁনারা চাইলেই আমাদের সাথে মুখ্যমন্ত্রীর সেতুবন্ধনের কাজটা কর‍তে পারতেন”।

এদিকে মমতার নোটিশ জারির প্রতিবাদে এদিন সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালের বেশ কিছু চিকিৎসক ইস্তফা জমা দেন। আর পরিশেষে এনআরএস এর অধ্যক্ষ ও সুপারের ইস্তফায় পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর সমস্যার আকার নিচ্ছে বলেই একাংশের মতামত। অন্যদিকে, আজ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠীর সাথে দেখা করতে যায় জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। সুত্রের খবর অনুযায়ী, তারা বৈঠকে রাজ্যপালকে জানান যে, “প্রতিনিয়ত এই নির্মম অত্যাচার সহ্য করেও কাজ করতে করতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আজ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে দেয়াল বলে আর কিছুই অবশিষ্ট নেই”।

তাই আমরা একপ্রকার বাধ্য হয়েই এই পন্থাকে বেছে নিয়েছিলাম। তবে আশা করেছিলাম আমাদের কষ্টের কথা শুনে আমাদের লড়াইয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান পাশে এসে দাঁড়িয়ে সহমর্মিতা দেখাবেন। আজ তিনি এলেনও, কিন্তু এসে পাশে না দাঁড়িয়ে বরং এমন কিছু কথা বলে গেলেন যা শুনে মনে হলো যেন আমরাই আসল দোষী। তাই এরপর আমাদের আন্দোলন থামার আর কোনো প্রশ্নই নেই, এইভাবেই জারি থাকবে আমাদের অবস্থান বিক্ষোভ।

এদিকে, সকাল থেকে বিকেল গড়িয়ে যাওয়ার পরেও পরিস্থিতির পরিবর্তনের বদলে এমন বেগতিক অবস্থা দেখে বাধ্য হয়ে চিকিৎসা পরিষেবা চালু করার জন্য সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি দিয়ে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ফেসবুকে ও টুইটারেও একই আবেদন রাখলেন।অন্যদিকে, এন.আর.এস হাসপাতালের পাশে দাঁড়িয়ে শুক্রবার কর্মবিরতির ডাক দিল ‘এইমস’। সাথে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানাবে “আইএমএ”ও, এমনটাই সুত্রের খবর। এরই পাশাপাশি সিউড়ি হাসপাতালেও এবার গনপদত্যাগ এর দাবি উঠল।

তথ্য সংগ্রহে সহযোগী প্রতিনিধি ঃ রাজা মল্লিক।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply