‘একলা চলো’— প্রকাশিত হল রাজ্য পর্যায়ে ডাকটিকিটের লোগো
HnExpress অশোক সেনগুপ্ত, কলকাতা ঃ বিশ্বের ৩৩টি দেশ গান্ধীজীকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে। আরও ৩০টি দেশ তাঁর ওপর ডাকটিকিট এর লোগো প্রকাশ করবে, ‘একলা চল’ নামে। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে এ কথাই জানালেন পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল (সিপিএমজি) গৌতম ভট্টাচার্য।
গৌতমবাবু বলেন, “রাজ্য পর্যায়ে ডাকটিকিটের আগামী প্রদর্শনী উৎসর্গ করা হচ্ছে মহাত্মা গান্ধীর নামেই, তাঁর ১৫০ বছর জন্মদিন উপলক্ষে। এটি হবে আগামী নভেম্বর মাসের ১৬ থেকে ২৯ তারিখ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। এর নাম দেওয়া হয়েছে ‘একলা চলো’। প্রতিযোগিতামূলক এবং আমন্ত্রণমূলক— দুটি ক্যাটাগোরি থাকবে এতে। দ্বিতীয় বিভাগে গান্ধীজীর কর্ম ও জীবনের ওপর প্রকাশিত নানা ডাকটিকিট ও ফার্স্ট ডে কভার থাকবে।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।
শনিবার সন্ধ্যায় কলকাতা জিপিও-তে এক অনুষ্ঠানে প্রস্তাবিত অনুষ্ঠানের লোগো প্রকাশ করেন সিপিএমজি। ভারতের বিভিন্ন ঘটনা ও তার ওপর প্রকাশিত ডাকটিকিট এবং ফার্স্ট ডে কভার নিয়ে প্রদর্শিত হয় একটি সংক্ষিপ্ত ভিডিও। পিএমজি নীরজ কুমার বলেন, স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়েছিল ১৯৪৭-এর নভেম্বর মাসে। এরপর সময় বিশেষে, যুগে যুগে বেড়েছে এর সম্ভার।
এদিন জিপিওর এই অনুষ্ঠানে বিড়লা তারামন্ডল এর অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি এবং পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জিত সেন বলেন, চন্দ্রায়ণ-২ অভিযান ‘নতুন আশার আলো’। পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য বলেন, “কাল রাতে অভিযানের অবস্থা শুনে অনেকের মত আমিও একটু চিন্তিত এবং হতাশ হয়ে পড়েছিলাম।
কিন্তু পরে ভাবলাম, কিসের চিন্তা? কিসের হতাশা? আশা-নিরাশা, উত্থান-পতন নিয়েই বিজ্ঞানের দুনিয়া। অভিযানে কিছু হতাশা যদি থাকেও এটা একটা সাফল্য। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। গত ৪৭ দিন ধরে যে ভাবে এই অভিযানের নিত্য নৈমিত্যিক খবরের ওপর আমরা নজর রেখেছি, তা লক্ষ্যণীয়। এটা একটা গর্বের বিষয়। শুভ দিনটাকেই তাই বেছে নেওয়া হয়েছে বিশেষ কভার প্রকাশের জন্য।