৫ হাজারের কাছাকাছি ফেক অ্যাকাউন্ট বন্ধ করে দিলো ফেসবুকের মেটা কর্তৃপক্ষ
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ ফেসবুকের প্রায় ৪ হাজার ৭৮৯টি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চীনের অপপ্রচার রোধের জন্যই এসব ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানায় প্রকাশ্যে।
মেটা আরও জানায়, চীনের এই প্রভাব বিস্তারের উদ্যোগ ২০২৩ সালের প্রথম তিন মাসের মাথায় তা শনাক্ত করা হয়েছিল। আমেরিকার রাজনীতি বা চীনের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে ইংরেজিতে বিভিন্ন পোস্ট করেন এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টধারীরা। এ ছাড়া এক্স (সাবেক টুইটার) থেকে তথ্য নিয়ে মার্কিন রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষেরই সমালোচনা করেন তাঁরা।
মেটা জানিয়েছে, এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের নেটওয়ার্ক উদারপন্থি ও রক্ষণশীল দুই ধরনেরই আছে। একে অপরের পোস্টগুলো শেয়ার এবং কিছু পোস্ট এক্স থেকে সরাসরি কপি করে গুজব ছড়ানোর কাজে ব্যবহার করত তারা। ভুয়ো রাজনীতিবিদ ও ভুয়ো নাম–পরিচয়ে পোস্টগুলো শেয়ার করা হতো।