October 11, 2024

তথ্য ও সম্প্রচার মন্ত্রক এর পূর্বাঞ্চলীয় মহানির্দেশক হিসাবে দায়িত্ব পেলেন ভূপেন্দ্র কাইন্থোলা

0
Advertisements


HnExpress বিশেষ প্রতিবেদন, কলকাতা (পিটিআই) ঃ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের আধিকারিক ভুপেন্দ্র কাইন্থোলা আজ মঙ্গলবার কলকাতা পিআইবি কার্যালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন।

এর আগে তিনি পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার (এফ টি আই আই) অধিকর্তা ছিলেন। কাইন্থোলা এক সময়ে চন্ডীগড়ের প্রেস ইনফরমেশন ব্যুরো’তেও কাজ করেছেন এবং দিল্লিতে দূরদর্শনের বার্তা বিভাগে অতিরিক্ত মহানির্দেশক (সংবাদ বিভাগ) হিসাবে যুক্ত ছিলেন।



এছাড়াও তিনি ডাইরেক্টোরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজ্যুয়াল পাবলিসিটি (ডিএভিপি) সহ ডাইরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভালস্ (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস্‌ অ্যান্ড ইন্ডিয়া প্যানোরমা বিভাগের অধিকর্তা) এবং একদা লোকসভা টিভি (এখন সংসদ টিভি)-তে কাজ করেছেন। এবারে তিনি পূর্বাঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন।

Advertisements

Leave a Reply