ফের ভাটপাড়ায় বোমার আঘাতে নিহত এক, বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কাকিনাড়া ঃ ২০১৯ এর লোকসভা কেন্দ্রের ভোটের প্রচার, নির্বাচন ও তার ফলাফল এর পরেও আবার উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। নির্বাচনের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে থাকে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের বিস্তৃর্ন অঞ্চল। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আসলেও, আজ সোমবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া।
For further details or any queries Plz contact Us.
সোমবার রাতে কাঁকিনাড়ার বারুইপাড়া অঞ্চলে ১৩ নম্বর ওর্য়াডে বোমার আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রের খবর, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের নাম মহম্মদ হালিম। সূত্রের খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়ির বাইরে বসে ছিলেন এই ব্যাক্তি। পাশেই ছিলেন, তাঁর স্ত্রী রুবী পারভীন। বসে থাকালীনই হটাৎ দুইজন দুষ্কৃতী এসে তাদের উপর হামলা হামলা চালায় বলে সুত্রের খবর।
If U like publish any type of Advertisements, Plz contact Us.
এদিকে দুষ্কৃতিদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান মহম্মদ হালিম। আর তার স্ত্রী পাশে বসে থাকার কারণে তিনিও গুরুতর ভাবে জখম হন। আর বাকি দুই আহতদের মধ্যে একজন মুস্তাক ও আরেকজনের নাম এখনও পাওয়া যায়নি, উভয়ই চিকিৎসাধীন। তাকে সেই মুহূর্তেই হাসপাতালে ভর্তি করা হয়। ফলে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।