December 10, 2024

ইরানে মাটির নিচে তৈরি হচ্ছে আধুনিক বিমান ঘাটি

0
1653809077 Drone 6 (1)
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, ইরান ঃ আধুনিক পদ্ধতিতে ভূগর্ভস্থ শক্ত বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান। এই ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে রাখার মক্ত পর্যাপ্ত জায়গা করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ঈগল ৪৪’ ঘাঁটি যুদ্ধবিমান এবং ড্রোন সংরক্ষণ এবং তা পরিচালনা করতে সক্ষম।

কিন্তু ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি এখনও। তবে এই বিমান ঘাঁটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে যে একটি তা বলাই বাহুল্য। অনেক গভীরে নির্মিত ঘাঁটিটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান রাখা আছে।



ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েল সহ শত্রুদের কাছ থেকে ইরানের ওপর যে কোনো আক্রমণের জবাব ঈগল ৪৪ সহ আমাদের অনেক বিমান ঘাঁটি থেকে দেওয়া যাবে। এর আগে, গত বছরের মে মাসে ইরানের সেনাবাহিনী আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটি সম্পর্কে জানিয়েছিল।

ঐ ঘাঁটিতে ড্রোন রয়েছে বলে জানানো হয়েছিল। দেশটি আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষা করতে চায় বলেই এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে বলে সুত্রের খবর।

Advertisements

Leave a Reply