বিধ্বংসী ভূমিকম্পের ১১ দিন পরে জীবিত উদ্ধার এক কিশোরী

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, তুরস্ক : তুরস্কের ভয়াবহ ভুমিকম্পে বিধ্বস্ত সে দেশের জনসাধারণ, তার মধ্যেই অতিবাহিত হয়েছে ১১ দিন। আর সেই ১১ দিনের মাথায় ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সুত্রের খবর, বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরী আলেয়েনা ওলমেজকে উদ্ধার করা হয়।

এর আগে ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাঁরা প্রায় ২২৮ ঘণ্টা সেই ধ্বংসস্তূপে আটকে ছিলেন। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী।



তাঁদের বিধ্বস্ত আবাসনের ব্লক থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে প্রায়। এর মধ্যে কেবল তুরস্কেই মৃত্যু হয়েছে ৪২ হাজারের বেশি মানুষ। আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply