মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ৭, আহত ২
HnExpress ওয়েবডেস্ক নিউজ, মধ্যপ্রদেশ : এবারে মর্মান্তিক এক পথ দূঘটনায় মৃত্যু হলো ৭ জনের। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এর সিন্ধি (Sindhi) জেলায়। দূঘটনার জেরে এসইউভি গাড়িটি দুমড়েমুচড়ে যায় ও লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই ভয়াবহ পথ দুর্ঘটনায় সিন্ধি জেলার পুলিশ সুপার রবীন্দ্র সিং জানিয়েছেন, সিন্ধি-টিকারি (Sindhi Tikadi) রোডে এসইউভি-র সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। লরিটি এসইউভি গাড়ির উল্টো দিক থেকে আসছিল।
আর এই ধাক্কার পরেই গাড়ির উপর উল্টে যায় লরিটি। ফলে এক নিমেষের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এর জেরেই এসইউভি (SEUV) -তে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ গিয়ে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে আহতদের। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক লরির চালক।