বালাসোরের দূর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী
HnExpress ওয়েবডেস্ক নিউজ, ওড়িশা : শনিবার ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দূর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে বায়ুসেনার একটি হেলিকপ্টারে বালাসোরে পৌঁছান এবং সেখান থেকে বাহানাগা বাজার স্টেশন সংলগ্ন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। নরেন্দ্র মোদি ঘটনাস্থলে পৌঁছেই আগে কর্মকর্তা ও প্রতিরক্ষা কর্মীদের কাছ থেকে দূর্ঘটনার বিস্তারিত তথ্য নেন। পরে প্রধানমন্ত্রী বালাসোরের জেলা হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন।
এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাস্থল পরিদর্শন করে যান। পরিস্থিতি ও দূর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার অভিযানও পর্যালোচনা করেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বালাসোরের বাহানাগা বাজার এলাকায় বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করোমন্ডল এক্সপ্রেস
এবং ওড়িশার বালাসোরের একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। একসাথে তিনটি ট্রেনের সংঘর্ষে বীভৎস ভাবে দুমড়ে মুচড়ে যায় ট্রেনের বগিগুলো। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ এবং আহত ১০০০ এরও বেশি।
অন্যদিকে, ওড়িশার বালাসোরের দূর্ঘটনাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে যান দুর্ঘটনাস্থল পরিদর্শনে। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ঘটনাস্থলে। জানা গিয়েছে, প্রথমেই বাহানাগা হাই স্কুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই এই ট্রেন দুর্ঘটনায় নিহতদের দেহ রাখা হয়েছে। দূর্ঘটনায় নিখোঁজ পরিজনদের খোঁজে এই স্কুলেই বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন তাদের পরিবার-পরিজন। এর পাশাপাশি হাসপাতালেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়।
দুর্ঘটনার পিছনের নিশ্চয় কোনো নির্দিষ্ট কারণ রয়েছে। এত গুলো নিরাপরাধ মানুষের জীবন চলে গেছে, আমি চাই ভাল করে দুর্ঘটনার তদন্ত হোক।’ রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই এদিন রেলের গাফিলতি নিয়েও সমালোচনা করেন তিনি।
এর পাশাপাশি জানান, মেদিনীপুর থেকে একটি মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। আজ বাংলা থেকে ৭০টি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে। গতকাল পাঠানো হয়েছিল ৪০টি অ্যাম্বুলেন্স। ৪০ জন চিকিৎসক সহ সিস্টাররাও রয়েছেন দুর্ঘটনাস্থলে। চলছে এখনো উদ্ধারের কাজ সহ মেরামতি।