এই প্রথম শুরু হতে চলেছে মেয়েদের ‘আইএফএ শিল্ড” ফুটবল প্রতিযোগিতা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আইএফএ এক নতুন অধ্যায়ের প্রকাশ করতে চলেছে। এই প্রথম মেয়েদের আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। আগামী ২৫শে মে ২০২৩, থেকে ৬টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, চাঁদনী স্পোর্টিং এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ।
দ্বিতীয় গ্রুপে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি ফুটবল ক্লাব এবং নদীয়া জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপের প্রথম দুটি করে দল শেষ চারে খেলবে। ফাইনাল খেলা হবে ২রা জুন। সব খেলা হবে কৃষ্ণনগর ও তেহট্টের মাঠে। এদিন সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, মেয়েদের ফুটবলকে আরও বেশি মর্যাদা দিতে এই প্রয়াস নেওয়া হয়েছে।
এর ফলে গ্রাম বাংলার মেয়েরা আরও বেশি করে উৎসাহিত হয়ে খেলার মাঠে আসবেন বলেই তাঁর বিশ্বাস। সহ সচিব রাকেশ ঝা ও নজরুল ইসলাম বলেন যে, আগামীতে আরও অনেক নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়দেরকে খুঁজে পাওয়া যাবে কলকাতার খেলার ময়দানের জন্যে।