সম্পূর্ণ হলো কলকাতা পুলিশ আয়োজিত ‘তেজস্বিনী’-র তৃতীয় সংস্করণ
HnExpress ১১ই মার্চ, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আজ শেষাবস্থায় সম্পূর্ণ হলো কলকাতা পুলিশ আয়োজিত ‘তেজস্বিনী’-র তৃতীয় সংস্করণ। মহিলাদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল এই পাঁচ দিন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ কর্মশালা। কলকাতা পুলিশ সুত্রের খবর, গত দুই সংস্করণের মত এবারেও তুমুল সাড়া মিলেছে এই মহতী প্রয়াসে।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন নগরপাল অনুজ শর্মা, ছিলেন বলিউড খ্যাত তারকা অভিষেক বচ্চন, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী এবং চিত্র পরিচালক সুজয় ঘোষ প্রমুখ। তৎসহ উপস্থিত ছিলেন এবারে এই আত্ম সুরক্ষার কর্মশালায় অংশগ্রহণকারী সকল তেজস্বিনীরা।
অনুষ্ঠান শেষে তেজস্বিনী প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বললেন, যাঁরা এবারের কর্মশালায় অংশগ্রহণ করতে পারেননি তাঁরা হতাশ না হয়ে আমাদের পরবর্তী সংস্করণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। আর সেই পরবর্তী সংস্করণ সম্পর্কিত তথ্যের জন্য অবশ্যই চোখ রাখুন কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে।
আর যাঁরা যাঁরা এবারের সংস্করণে অংশ গ্রহণ করে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এবারের “তেজস্বিনী” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন নগরপাল অনুজ শর্মা।