January 23, 2025

ধুন্ধুমারকান্ড ডার্বির টিকিট নিয়ে, এক ঘন্টায় কাউন্টার হাউসফুল

0
Advertisements



HnExpress শিখা দেব, কলকাতা ঃ আড়াই বছর বাদে আবার কলকাতায় ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ফলে সমর্থকদের উত্তেজনা যে চরমে থাকবে এটাই স্বাভাবিক। আর সেই পারদ চর চর করে বাড়তে শুরু করেছে। তাই টিকিট বিক্রি শুরু হবার সঙ্গে সঙ্গেই তা স্পট হয়ে গেলো। মোহনবাগান মাঠে এক ঘণ্টার মধ্যে টিকিট উধাও। হাউসফুল টিকিট কাউন্টার।



ফলে সকাল থেকে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ জানাতে থাকেন। এমন কী তাঁরা ইডেনের সামনে রাস্তাও অবরোধ করেন বলে সুত্রের খবর। কিছুক্ষন বাদে পুলিশ হস্তক্ষেপ করলে সেই অবরোধ উঠে যায়। পরে আবার কিছু টিকিট বিক্রিও হয়। কিন্তু নিমেষেই তাও শেষ হয়ে যায়। অন্য দিকে ইস্টবেঙ্গল মাঠে শান্ত ভাবে একটা করে টিকিট বিক্রি করা হয় সমর্থকদের কাছে।



তবুও টিকিটের হাহাকার মেটে না। সবারই অনুরোধ, একটা টিকিট দিন প্লিজ! কী ভাবে সামাল দেওয়া যায় এই পরিস্থিতির, তাই নিয়ে বড় চিন্তায় পরেছে কর্মীরা। ডুরান্ড কাপ কমিটি পর্যাপ্ত টিকিট না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। খেলার দিন কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। দুই দলই জেতার জন্যে মরিয়া।

Advertisements

Leave a Reply