অবশেষে স্বস্তির নিশ্বাস, আন্তর্জাতিক ময়দানে ফিরছে ভারতীয় ফুটবল দল
HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েবডেক্স নিউজ ঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে ভারতীয় ফুটবল দলে। গত ১৬ই আগস্ট ফিফা যে সাসপেনশন লাগিয়েছিল ভারতীয় ফুটবলের ওপর তা তুলে নেওয়া হল সম্পূর্ণভাবে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
দুদিন আগেই জানা যায়, সরকারের পক্ষ থেকে সঠিক পথে ভারতীয় ফুটবলকে ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ার পরেই নরম হয়েছে ফিফা। সম্প্রতি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্য সংস্থা এবং তাদের প্রতিনিধিরাই সঠিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাবেন বলে জানা গিয়েছিল।
অন্যদিকে, ফিফা জানিয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত অনুযায়ী মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে। আর এরই পাশাপাশি এটিকে মোহনবাগান এবং কেরলের এএফসি কাপের ম্যাচ খেলা নিয়ে আর জটিলতা থাকল না। দিল্লির এক হোটেলে এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার থাকা রাজ্য সংস্থাগুলির প্রতিনিধিদের বৈঠকে এ কথা জানানো হয়।