January 15, 2025

জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হবে শুক্রবার, টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আগামী শুক্রবার ২৬শে মে ২০২৩, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এমনটাই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ৩০শে এপ্রিল ২০২৩ এর জয়েন্ট পরীক্ষা হয়েছিল।

আগামী শুক্রবার অর্থাত্‍ ২৬শে মে প্রকাশিত হবে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্সের চুরান্ত ফলাফল। এদিন টুইট করে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৬ তারিখ দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা করা হবে।



প্রসঙ্গত, চলতি বছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল। ব্রাত্য বসু আরও জানান, ২৬ তারিখ বিকেল ৪টের পর বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে।জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এ পরীক্ষার্থীরা তাদের ফলাফলও দেখতে পাবে।

Advertisements

Leave a Reply