পাইলটের তৎপরতায় বাঁচলো এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রী সমূহের প্রাণ
HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েবডেক্স নিউজ ঃ এয়ার ইন্ডিয়া ফ্লাইটের গন্তব্যস্থল ছিল বেঙ্গালুরু। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ১০টা নাগাদ আকাশপথে রওনা দেয় এয়ারবাস এ-৩২০ বিমানটি। বিমান যখন মাঝ আকাশে, ঠিক তখনই বন্ধ হয়ে যায় মূল ইঞ্জিন।
কিন্তু পাইলটের দক্ষতার জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান সহ যাত্রী সমূদয়। সুত্রের খবর, হটাৎ বিপদ বুঝেই এয়ার ট্রাফিক কন্ট্রোল এর সাথে যোগাযোগ স্থাপন করেন পাইলট। অন্যদিকে, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সঙ্কেত পেতেই পাইলট তড়িঘড়ি বিমানটিকে ফের মুম্বইয়ে বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসেন।
যদিও কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন।