ফের বরফের চাদরে ঢাকা পড়লো দার্জিলিং শহর

0


HnExpress অরুণ কুমার, উত্তরবঙ্গ ঃ ফের বরফের চাদরে ঢাকা পড়ল দার্জিলিং শহর। শুক্রবার থেকে দার্জিলিং শহরের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে বরফ পড়ছে। অন্যদিকে সিকিমে তুষারপাত চলছেই। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়ছে। ওই এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। আর এই তুষারপাতের ফলে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সমস্ত কিছুই ঢেকে গিয়েছে বরফের চাদরে। এদিকে সমতলে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, ফলে জাঁকিয়ে শীত পড়েছে।

এ নিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে প্রায় ৭ বার তুষারপাত হল। আবহাওয়া দপ্তর সুত্রের তথ্য অনুযায়ী, এবার দার্জিলিংয়ে তুষারপাত প্রায় দেড় দশকের রেকর্ড ভাঙল। ২০০৭ সালে শেষ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেইবার প্রায় ১৩ দিন তুষারপাত হয়েছিল। এ বছর ইতিমধ্যে ১১ দিন তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। তবে নতুন করে তুষারপাত হলে ১৫ বছরের রেকর্ড ভেঙে দেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে।

এদিকে দার্জিলিংয়ে ব্যাপক তুষারপাত দেখে খুশি স্থানীয় মানুষজন থেকে পর্যটকরাও। কারণ, মরসুমের রেকর্ড তুষারপাত দেখা গেছে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে। এটা চলতি বছরের ষষ্ঠ তুষারপাত। গোটা পাহাড় সাদা আস্তরণে ছেয়ে গিয়েছে। বরফে ঢেকেছে দার্জিলিংয়ের ঘুম সহ কার্শিয়াংয়ের চটকপুর এবং বিস্তীর্ণ এলাকা। এমন তুষারপাতের ফলে জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং এলাকায়। ২০২২ সালের ৪০ দিনের মধ্যে এই নিয়ে ষষ্ঠবার তুষারপাতে ঢাকল শহর দার্জিলিং। যা কার্যত রেকর্ড তৈরি করেছে।

টাইগার হিল, সান্দাকফু, ঘুম, কালিম্পং এবং কার্শিয়াংয়ে এমন তুষারপাত দেখা গেল প্রায় বছর ২০ পর। এই পরিমাণ তুষারপাত আগে কখনও দেখা যায়নি বলে জানাচ্ছেন পাহাড়বাসী। তুষারপাতের কারণে কুয়াশায় ঢেকে গিয়েছে উত্তরের আকাশ। বেশ কিছু জায়গা ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। তার সঙ্গে বাড়তি সংযোজন তুষারপাত। সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তুষারপাতের ফলে আশার আলো দেখছেন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।



এই তুষারপাতের ফলে সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের এই পরিস্থিতিতে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে তুষারপাতের খবরে খুশি পর্যটকরা। বহু পর্যটক ভিড় জমাচ্ছেন দার্জিলিংয়ে। পর্যটক আসায় স্থানীয় ব্যবসায়ীরাও খুশি। তুষারপাতের জন্য মূলত এই সময়টায় পর্যটক বেশি যায় দার্জিলিংয়ে। তবে একুশের বর্ষশেষেও পর্যটকে ভরে যায় দার্জিলিং। এই দৃশ্য কে আর মিস করতে চায়।

তুষারপাতে ঢেকে গিয়েছে এলাকার রাস্তাঘাট। চারিপাশ ঝাপসা। উচু অংশগুলি থেকে গড়িয়ে পড়ছে তুষার। এমন দৃশ্যে মাতোয়ারা প্রায় সকলেই। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার পরিবর্তনের ফল এটা। এই পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ওপুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যে। আগামী ৬ই ফেব্রুয়ারি আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে শুধু এই রাজ্যেই নয়, শুক্রবার তুষারপাতের সম্ভাবনা ও ভারী বৃষ্টি হতে পারে হিমাচলপ্রদেশের উত্তরাখণ্ডে। আগামী দু’দিন অরুণাচল প্রদেশ, সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি ও অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু-দিনে দার্জিলিংয়ের উপরের দিকে হালকা তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। শুক্রবার ও শনিবার পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে বলে সুত্রের খবর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply