Malda মাধ্যমিকের তৃতীয়দিনেও ৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলো পর্ষদ

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদা : আজ সোমবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) তৃতীয় দিন, অর্থাৎ ইতিহাস পরীক্ষার দিন। আর এই দিনেই আরও নয়জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। পর্ষদ সূত্রে পাওয়া খবর, পরীক্ষাকেন্দ্রে মালদার তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই আজও ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল মধ্যশিক্ষা পর্ষদ (Secondary Education)।

এর আগের দু’দিন অর্থাৎ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাওয়ার ঘটনায় এই মালদা (Malda) জেলার নামই উঠে এসেছিল। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপে। ঘটনায় মালদার (Malda) দুই স্কুলের দুই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা এ বছরের মতো বাতিল করে পর্ষদ। তারপর ইংরেজি পরীক্ষার দিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যায় ইংরেজির প্রশ্নপত্র। সেই ঘটনাতেও ১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ। তাতেও নাম উঠে এসেছিল মালদা (Malda) জেলার। আর মাধ্যমিকের তৃতীয়দিনে ইতিহাস পরীক্ষার দিন এবার মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ (Secondary Education)।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply