December 10, 2024

সিএবি’র নির্বাচনে সৌরভ দাঁড়াবেন, বললেন দাদা নিজেই

0
Image Editor Output Image1631676480 1666791649141
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ লড়াই তাহলে জমে গেলো সিএবি’র নির্বাচনে। সৌরভ গাঙ্গুলি ইডেনে এসে শনিবার নিজেই জানিয়ে দিলেন যে, সভাপতি পদে নির্বাচনে তিনিই লড়াই করছেন। আগামী মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবেন সৌরভ। তিনি আরও বলেন, কোনও সমালোচনাকে ভয় করি না আমি।



কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করবার জন্যে কামব্যাক করতে চাই। নির্বাচনে জয়লাভ করে সিএবি’র উন্নয়নে বড় ভুমিকা নিতে চাই। সৌরভের এই ঘোষণার পরে অনেক ছবি বদলে যাবে। প্রশ্ন এখন, বিরোধী পক্ষ কী চাল খেলে! বিরোধী পক্ষের বিশ্বরূপ দে, বাবলু গাঙ্গুলি, গৌতম দাশগুপ্ত ও বিশ্ব মজুমদার সহ অন্যরা কী করবেন সেটাও দেখবার বিষয়।



যদিও বিশ্বরূপ দে বলেছেন, সব বিষয়ের উপর নজর রাখছি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তাই অপেক্ষায় থাকতে হবে। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisements

Leave a Reply