যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের মুখোমুখি পাঞ্জাব ফুটবল টিম

0

HnExpress শিখা দেব, কলকাতা ঃ যুব ভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে পাঞ্জাব ফুটবল ক্লাবের সঙ্গে। আই এস এল ফুটবলে এই দুই দলের কাছে অবশ্যই মর্যাদার লড়াই এটা। তাই সবুজ মেরুন ব্রিগেড ও পাঞ্জাব এফ সি দল দারুন সতর্ক। মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্দ মনে করেন, প্রতিপক্ষ দলকে সমীহ করে খেলতে হবে।

এবারে তাঁরা প্রথম খেলতে নামছে। ওদের মধ্যে একটা জেদ খেলা করছে তা বলাই বাহুল্য। ফলে স্বভাবতই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে হালকা চালে খেলবার কোনও জায়গা নেই, এটাও মনে রাখতে হবে। এএফসি কাপে বড় জয় পাওয়াতেই কি তাঁরা এত আত্মবিশ্বাসে ভরপুর? এই প্রশ্নের উত্তরে কোচ বলেন, প্রতিটি খেলার ছক আলাদা হয়।

সেই ভাবে দল সাজাতে হবে। এই মুহূর্তে একটাই চিন্তা দলকে জেতাতে হবে। ডুরান্ড কাপ বা এএফসি কাপের কথা ভাবছি না আমরা। এখন আইএসএল ছাড়া ভাবার বিষয় নেই। আশিকের চোট নিয়ে সবুজ মেরুন ব্রিগেড চিন্তায় আছে। অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখায় তিনি খেলতে পারবেন না। এদিন সাংবাদিক বৈঠকে বলা হয়, মোহনবাগানের নির্ভরযোগ্য খেলোয়াড় লিস্টন কোলাসো আবার গোল পেতে শুরু করেছেন।

সেই কারণে তিনি গোল করে দলকে জেতাতে চান। অন্যদিকে, পাঞ্জাবের কোচ মনে করছেন যে মোহনবাগান বেশ শক্তিশালী দল। লড়াই করে জেতার জন্যে খেলোয়াড়রা মুখিয়ে রয়েছেন। আই লিগ সেরা দলের মনোভাব নিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে চাই। মোহনবাগানের মত তারকা দলের সঙ্গে খেলার আলাদাই অনুভূতি।

তবে রাত আটটায় খেলা শুরু বলে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে ফুটবলপ্রেমীদের জন্যে খেলার শেষে বাসের ব্যবস্থা করার। মেট্রো রেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে খেলার শেষে কমপক্ষে অন্তত দুটি ট্রেন চালু রাখা হয় যাতে। সে কথা ক্লাবের পক্ষ থেকে জানালেন রতন চক্রবর্তী।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply