টানা তিনটি ম্যাচ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতা লিগ খেতাবের কাছে প্রায় পৌঁছে গেলো মহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার সিক্সে পরপর তিনটি ম্যাচ জিতে সাদা কালো শিবির বেশ ভালো জায়গায় চলে গেছে। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ভবানীপুর ক্লাবকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল। সাদা কালো ব্রিগেডের গোল বলতেই এখন ডেভিড। এক কথায় গোল মেশিন। মহামেডানের হয়ে জোড়া গোল করেছেন ডেভিড।
খেলার শুরু থেকেই সাদা কালো শিবিরের ফুটবলাররা আক্রমণে ঝড় তুলতে থাকেন। খেলার ১৭ মিনিটে একক কৃতিত্বে ডেভিডের দুরন্ত গোলটি অনেক দিন মনে থাকবে ফুটবল প্রেমী দর্শকদের। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি মহামেডান। কিছু সময় বাদে ভবানীপুরের জিতেন মুর্মু গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
কিন্তু বিরতির পরে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা ছক পরিবর্তন করে ভবানীপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকেন।
আবার গোল পায় মহামেডান। ৬৭ মিনিটের মাথায় আবার ডেভিডের গোল। ফলে সাদা কালো শিবির ২-১ গোলে এগিয়ে যায়। তারপরে ভবানীপুর গোল পরিশোধ করবার চেষ্টা করেও আর কিছু করতে পারেনি। সুপার সিক্সে এই প্রথম ম্যাচ খেলল ভবানীপুর। অন্যদিকে, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ৩-০ গোলে হারায় খিদিরপুর ক্লাবকে। রাহুল পাশোয়ান একাই তিনটি গোল করে হ্যাটট্রিক করেন।