রাজ্যের ৫১জন কৃতি ছাত্র-ছাত্রীকে মেধা স্কলারশিপ প্রদান করলো পিসি চন্দ্র গ্রুপ

0

~~ সবারে করি আহ্বান ~~



HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ নবম বছরে পা দিল পিসি চন্দ্র গ্রুপের স্কলারশিপ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ৫১ জন মাধ্যমিক পাশ করা কৃতি পড়ুয়াকে ৫০ হাজার টাকার এই বৃত্তি প্রদান করে পিসি চন্দ্র গ্রুপ। প্রায় ৯ বছর আগে শুরু হয়েছিল এই মহৎ কর্মকাণ্ডের জয়যাত্রা। জানা গেছে, জহরলাল চন্দ্র মেরিট স্কলারশিপ প্রোগ্রামের একটি অংশ হিসাবে শুরু হয় এই অনুষ্ঠানটি।

মঙ্গলবার বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেন্সের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ডঃ উদয় বন্দ্যোপাধ্যায়, শিবপুর আইআইইএসটি’র ডিরেক্টর প্রফেসর ডঃ পার্থসারথি চক্রবর্তী, পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিঃ অরুণ কুমার চন্দ্র, ব্যবস্থাপনা পরিচালক, পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র প্রমুখ।



পিসি চন্দ্র গ্রুপের চেয়ারম্যান প্রয়াত জহরলাল চন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে পিসি চন্দ্র গ্রুপের ৭৫তম বছরে এই উদ্যোগটি নেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্কলারশিপ তুলে দেন। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল রাজ্যের সর্বত্র যত কৃতি পড়ুয়া রয়েছে তাদেরকে উচ্চশিক্ষার জন্য অনুপ্রাণিত করা।

এদিন উদয় কুমার চন্দ্র বলেন, ‘এই স্কলারশিপ অনুষ্ঠানটি পিসি চন্দ্র গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জহর লাল চন্দ্রের শততম জন্মবার্ষিকী স্মরণে আয়োজন করা হয়েছিল। এই বিশেষ দিনটি উদযাপনের মধ্য দিয়ে রাজ্যের মেধাবী পড়ুয়াদের স্বীকৃতি প্রদান এবং সম্মান জানানো হয়। আমরা আশা করি, এই স্কলারশিপ পড়ুয়াদের ভবিষ্যত আরও উজ্জ্বল করতে সাহায্য করবে।’

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply