January 21, 2025

এ কেমন ব্যবহার! গানের আসরে সোনুকে ধাক্কা মারল বিধায়ক পুত্র

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ : গানের আসরে শিবসেনা বিধায়কের ছেলের হাতে আক্রান্ত হলেন বলিউড সঙ্গীতশিল্পী সোনু নিগম। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

জানা গেছে, এদিন সন্ধ্যায় চেম্বুরের একটি গানের অনুষ্ঠান মঞ্চে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সাথে অভব্য আচরণ শুরু করেন বলে অভিযোগ উঠেছে। এদিন অনুষ্ঠান চলাকালীনই হটাৎ বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।



তখন গান শেষে মঞ্চ থেকে নামছিলেন সোনু নিগমও। অভিযোগ, ঠিক ওই সময় সোনুকে লক্ষ্য করে ইচ্ছে করেই ধাক্কা মারেন বিধায়কের ছেলে। কিন্তু সোনু নিগমকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত।

এরপর সোনুকে আবার আঘাত করতে গেলে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এরপর মোক্ষম ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নীচে ছিটকে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের তেমন কোনও চোট না লাগলেও, তাঁকে বাঁচাতে গিয়ে দু’জন আহত হয়েছেন। কিন্তু কেন এমন দুর্ব্যবহার? কারণ এখনও ধোঁয়াশায়!

Advertisements

Leave a Reply