অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয় স্বীকার ভারতের
HnExpress শিখা দেব, কলকাতা ঃ ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নস শিপের ফাইনাল খেলায় ভারত (India) -কে এমন ভাবে অস্ট্রেলিয়ার (Australia) কাছে লজ্জাজনক ভাবে পরাজয় স্বীকার করে মুখ লুকিয়ে রাখতে হবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ওভালের মাঠে রোহিত শর্মাদের একেবারে দুরমুশ করে প্যাট কামিন্সরা বাজিমাত করলেন ২০৯ রানে হারিয়ে।
প্যারামেডিক্যাল কোর্সের জন্য আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন আমাদের সাথে —
অস্ট্রেলিয়া প্রথম ইংনিসে ৪৬৯ রান করে। আর তার জবাবে ভারত ২৯৬ রান করে ১৭৩ রানে পিছিয়ে পড়ে। ভারত লড়াই করে থাকলেও বোলাররা কিন্তু বিশেষ সুবিধা আদায় করতে পারেননি। দ্বিতীয় ইংনিসে অস্ট্রেলিয়া (Australia) ৮ উইকেটে ২৭০ রান করে দান ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারতকে।
কিন্তু চ্যালেঞ্জকে মেনে বাজিমাত করতে ব্যর্থ হয় ভারত (India)। ভারত ২৩৪ রান করে দ্বিতীয় ইংনিস শেষ করে। ভারত হেরে যায় ২০৯ রানে। ভারতের স্বপ্ন অধরাই থেকে গেলো। আর অন্যদিকে ইতিহাস গড়ে ঘরে ফিরছে অস্ট্রেলিয়া (Australia).