“তীর বেঁধা পাখি আর গাইবে না গান” —বাংলা চলচিত্রের বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্তের জীবনাবসান
HnExpress জয় গুহ, কলকাতা ঃ “তীর বেঁধা পাখি আর গাইবে না গান, ভুলে গেছে জীবনের হাসিকলতান” —প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত। গত শনিবার থেকে চিকিৎসার জন্য তিনি ভর্তি ছিলেন মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি স্নায়ু হাসপাতালে, গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তবে যাওয়ার আগে রেখে গেলেন তাঁর স্ত্রী ও পুত্রকে, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার চলচ্চিত্র জগত।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তার মধ্যে গত শনিবার বাড়িতে পড়ে গিয়ে মারাত্মক চোট পান। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। তারপর থেকে ভেন্টিলেশনেই ছিলেন তিনি, বুধবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।হাসপাতালে পরিবারের তরফ থেকে তাঁর ছেলে, চলচ্চিত্র পরিচালক সারণ দত্ত সংবাদ মাধ্যমকে এদিন জানিয়েছেন যে বেলা ১.৩০মি: নাগাদ হাসপাতাল থেকে বাবার মরদেহ প্রথমে আনা হবে তাদের বালিগঞ্জ প্লেসের বাড়িতে। আর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কালিঘাট এর কেওড়াতলা মহাশ্মশানে, এদিন সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
সত্তরের দশকে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ভিলেন বা সহকারী চরিত্র ছাড়াও বিভিন্ন ছবিতে তাঁকে নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছিল সে সময়। বিশেষত তপন সিংহ পরিচালিত বেশ কয়েকটি ছবিতে প্রধান চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। সেই উজ্জ্বল নক্ষত্র এর আজ বিয়োগ ঘটল। বাংলা চলচ্চিত্র আবারও হারালো এক বর্ষীয়ান তারকা। চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অভিনীত ছবিগুলির মধ্য উল্লেখ্যযোগ্য হল, ‘মেঘ ও রৌদ্র’, ‘আপনজন’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’, ‘হারমোনিয়াম’, ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’, ‘অচেনা অতিথি’ ইত্যাদি। অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়, তনুজার মতো স্বনামধন্য নায়িকাদের বিপরীতে রূপোলি পর্দাতে তিনি রীীতিমতো চুটিয়ে অভিনয় করে গিয়েছেন। ‘পিতা-পুত্র’ ছবিতে তিনি তনুজার বিপরীতে ছিলেন, এছাড়াও হিন্দি ছবি ‘উপহার’-এ নায়কের ভুমিকাতে অভিনয় করেন জয়া ভাদুড়ীর সঙ্গেও, তার এই অভিনয় দক্ষতা সকল দর্শকের মন কেড়ে নিয়েছিল। বাঙালির সুদৃশ্য মান নায়ক হিসাবে স্বরূপ দত্তকে আজও মানুষ মনে রেখেছে, আর চিরকালই তিনি থেকে যাবেন বাঙালির মনের মণি কোঠায়৷