December 10, 2024

আবারও দূর্ঘটনা “মা” ফ্লাইওভারে, উল্টে গেলো চারচাকা

0
Screenshot 2023 05 27 06 43 41 15 3aea4af51f236e4932235fdada7d1643.jpg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মধ্যরাতে কলকাতায় ফের ঘটলো গাড়ি দুর্ঘটনা। মা ফ্লাইওভারের উপর উল্টে গেল একটি চারচাকা গাড়ি। তবে যাত্রীরা কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। কিন্তু এই দুর্ঘটনার ফলে মা ফ্লাইওভারে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। কলকাতা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পুলিশের বাহিনী।



পুলিশ সূত্রে জানা গেছে যে, শুক্রবার রাত সওয়া এগারোটা নাগাদ মা ফ্লাইওভারের উপর একটি এসইউভি উল্টে যায়। গাড়িটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। ওই সময় গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন যাত্রী উপস্থিত ছিলেন। পুলিশের অনুমান যে, গাড়িটি ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে।

যাত্রীরা কেউ সে ভাবে গুরুতর আহত হননি। কিন্তু এই ঘটনার পরে মা ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisements

Leave a Reply