নিহতদের পরিবারের সাথে কথা বলতে খাদিকুল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বেআইনি বাজি কারখানার ভয়াবহ বিষ্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। অন্যদিকে ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারখানার পলাতক মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগের। অবশেষে ১১ দিন পর অভিশপ্ত খাদিকুল গ্রামে সরজমিনে দেখতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য ঘুরে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

শনিবার, ২৭শে মে দুপুরে খাদিকুলে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে দুই ঘণ্টার কর্মসূচি আছে বলে সূত্রের খবর। সেখানে নিহতদের পরিবারের সাথেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।



প্রসঙ্গত উল্লেখ্য, এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামটি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পড়শি রাজ্য ওড়িশা থেকে খাদিকুলের দূরত্ব খুব বেশি নয় বলেই জানা গেছে। গত ১৬ই মে দুপুর ১২ টা ১০ মিনিট নাগাদ ওই ভয়ংকর বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।

এমন ঘটনার পর খাদিকুলে গিয়ে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়ে এসে ছিলেন। তবে আদালতে সেই আর্জি খারিজ হয়ে যায়। অন্যদিকে মমতার সেই খাদিকুল সফর ঘিরে প্রশাসনের প্রস্তুতি চরম পর্যায়ে। মুখ্যমন্ত্রী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। তাই রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply