ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য হলেন অভিনেতা সলমন খান
HnExpress শিখা দেব, কলকাতা ঃ শতবর্ষে ইস্টবেঙ্গল সবাইকে বলিউড খ্যাত অভিনেতা সলমন খান এবং অন্যান্য শিল্পীদের নিয়ে ঝলমলে একটি অনুষ্ঠান উপহার দিলেন। শনিবার বিকেল থেকে দর্শকদের আনাগোনায় ময়দান চত্বর উন্মাদনায় মেতে উঠেছিল। কঠোর নিরাপত্তায় পুরো এলাকাটি মুড়ে ফেলা হয়েছিল।
ক্লাবের পক্ষ থেকে বলি-অভিনেতা সলমনকে লাল হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য পদের কার্ডও তুলে দেওয়া হয় এদিন। শতবর্ষের বিশেষ মুদ্রা সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয় সলমন সহ অন্য শিল্পীদের হাতে। বেশ কিছু ফুটবলে সই করিয়ে নেওয়া হয়।
তিনি এই সংবর্ধনায় দারুন ভাবে আপ্লুত বলে জানান। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানের আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান অভিনেতা। বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি। সেখানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জিও উপস্থিত ছিলেন।