September 18, 2024

মুখ‍্যমন্ত্রীর বাড়ির সামনে নিজের সার্ভিস রিভলবারেই গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী

0
Advertisements

HnExpress ২৭শে অগাস্ট, জয় গুহ, কলকাতা ঃ মুখ‍্যমন্ত্রীর বাড়ির সামনে নিজের সার্ভিস রিভলবারেই গুলিবিদ্ধ হয় এক পুলিশ কর্মী। আজ পুলিশের বন্দুক থেকে গুলি বের হবার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রের খবর, আজ সকালে মুখ‍্যমন্ত্রী বাড়ির সামনেই সার্ভিস রিভলবার থেকে বের হওয়া গুলিতে আহত হয়েছেন এক কর্তব্যরত পুলিশ কর্মী।

গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে এস.এস.কে.এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গেছে যে, আজ সকালেই নিজের ডিউটি পরিবর্তন করার সময় ওই পুলিশ কর্মীর বন্দুক থেকেই হঠাৎ করে গুলিটি বের হয় এবং তাতেই দুর্ভাগ্যবশত গুরুতর ভাবে আহত হন তিনি। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপতত ওই পুলিশ কর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে‌।

Advertisements

Leave a Reply