কলকাতা পুলিশের এক অভিনব পন্থা, ড্রাগের নেশার বিরুদ্ধে একজোট হওয়ার শপথ গ্রহণ

0

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ ২৬ জুন, আন্তর্জাতিক নিষিদ্ধ মাদক সেবন ও মাদক পাচার বিরোধী দিবস। এই নিষিদ্ধ মাদক তথা ড্রাগের নেশা সমাজের তরুণ প্রজন্মকে ছারখার করে দিচ্ছে। নিষিদ্ধ মাদক সেবনের বিরুদ্ধে লড়াই করতে তাই কলকাতা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই তারা এক অভিনব পন্থা অবলম্বন করার উদ্যোগ নিলেন।

২৬শে জুন, ২০১৮ থেকে গত এক বছরে তাদের গোয়েন্দা দপ্তরের নার্কোটিক সেকশন প্রায় কোটি-কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছে। গোটা ভারত, এমনকি বিদেশ থেকেও গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু কুখ্যাত মাদক পাচারকারীদের।

এছাড়াও, কলকাতা পুলিশের ‘শুদ্ধি’র কর্মসূচির আওতায় প্রায় ১৩৩ জন মত মাদকাসক্ত মানুষকেও রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়েছিল। এরা প্রত্যেকেই মাদকাসক্তির কারণেই বারবার নানান অপরাধমূলক কাজে সাথে জড়িয়ে পড়ছিল। বর্তমানে এদের মধ্যে প্রায় ২১ জন যুবক এক বছরেরও বেশি সময় ধরে মাদক-বিহীন জীবনযাপন করছে কলকাতা পুলিশ এর এই অভিনব প্রচেষ্টায়। আর এই মাদকের সর্বনেশে নেশার হাত থেকে মুক্ত হওয়ায় আজ তাদের জীবন সম্পূর্ণ অপরাধমুক্ত।

প্রসঙ্গত, এই বছর কলকাতা পুলিশের নিষিদ্ধ মাদক-বিরোধী প্রচার-অভিযানের থিম ছিল, “#unitedagainstdrugs”। আর এই অভিনব পন্থায় মাদক-বিরোধী সচেতনতা বৃদ্ধি ও নির্মাণের এই অভিযানে এখন থেকে কলকাতা পুলিশকে সাহায্য করতে পারেন আপনিও। শুধু তার জন্য কয়েকটা সহজ ধাপ অনুসরণ করলেই হবে। আসুন দেখে নিই এক নজরে সেই ধাপ গুলি কি কি ঃ

১। যে-কোনো কাজ করার সময় নিজের একটা ছবি তুলুন। কাজ বলতে নাচা, দৌড়নো, বই পড়া, গান গাওয়া, খেলাধুলো, লেখালিখি এমনকি হাসি কিংবা ঘুম–সবই হতে পারে।

২। এবার সেই ছবিটিকে ইন্সটাগ্রাম/ টুইটার/ ফেসবুকে আপলোড করুন একটি ক্যাপশন সমেত– “SAY YES TO (আপনি যে অবস্থার ছবি দিচ্ছেন, যেমন বই পড়া, দৌড়নো ইত্যাদি, সেটির উল্লেখ করে); SAY NO TO DRUGS”

৩। ইন্সটাগ্রাম/ টুইটার/ ফেসবুক যেখানে ছবিটি দিয়েছেন, সেখানে হ্যাশট্যাগ দিন ঃ #kolkatapolice #unitedagainstdrugs বলে লিখে দিন। সবচাইতে অভিনব ও চমকপ্রদ ৩টি ছবিকে অভিনন্দিত করা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। চলুন নেশা ও অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কলকাতা পুলিশের এই অভিনব প্রচেষ্টাকে সফল করতে আমরাও আজ সবাই শপথ নিই : —#unitedagainstdrugs.

ছবি ও তথ্যসূত্র ঃ সোস্যাল মিডিয়া।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply