December 11, 2024

ফের বিজেপিতে যোগদান আরও দুই তৃণমূল নেতার, তবে কি মুকুলেই ফুটছে পদ্ম?

0
1561388683467.jpg
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : আজ, সোমবার দিল্লিতে সদলবলে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রবীণ তৃণমূল নেতা বিপ্লব মিত্র এবং কালচিনির বিধায়ক উইলমসন চম্প্রমারি।

এদিন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তাঁরা গেরুয়া শিবিরেও যোগদান করেন। বিপ্লব মিত্র ছাড়াও আজ বিজেপিতে যোগদান করলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ ১০ জন সদস্য।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বিপ্লববাবুকে বিজেপির রাজ্য কমিটিতে ‘বড়’ পদ দেওয়া হলেও হতে পারে। যদিও বিপ্লব বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর জেলা রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিতেও আলোড়ন পড়ে গিয়েছে। তবে রাজনৈতিক মহলের ধারণা রাজ্যে বিজেপির উত্থানের প্রধান মাষ্টার মাইন্ডই হলো মুকুল রায়। তাকে অনুসরণ করেই দলবদল চলছে জোর কদমে।

অন্যদিকে, সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দিনাজপুরের পর আবারও রাজ্য তৃণমূলে ধস নামতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা এলাকায় তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্রে।
Advertisements

Leave a Reply