শুভেন্দু অধিকারীকে এবারে সরাসরি মারের হুমকি এক তৃণমূল নেতার
HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ঃ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মারের হুমকি দিলেন শাসকদল এর এক নেতা। এর জেরে রাজ্য রাজনৈতিক মহলে হুলুস্থুল কাণ্ড তৈরি হয়েছে। প্রসঙ্গত রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রদীপ গায়েন বলেছেন যে, “কাঁথিতে ঢুকলে সিআরপিএফ-এর সামনেই তাকে মারব”।
কাঁথিতে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীকে ‘হুমকি’। রবিবার সকালে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন এই তৃণমূল নেতা। সেখানে তিনি বলেন, “আমাদের ভদ্রতা, সৌজন্যতাকে দুর্বলতা ভাবলে শুভেন্দু অধিকারী ভুল করবেন। কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না। দম থাকলে, CRPF ছেড়ে ১৫ মিনিটের জন্য কাঁথি শহরের বুকে বেরিয়ে আসুন।
কত বড় বাপের ব্যাটা আপনি আমি দেখব। এইটুকু বললাম, এরপর মাত্রা ছাড়ালে CRPF-এর সামনেই ধরে মারব। নরেন্দ্র মোদী, অমিত শাহের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখাক।” তৃণমূল নেতার এহেন হুমকিতে স্বভাবতই রাজনৈতিক তরজা তুঙ্গে।