নাগেরবাজারে তান্ত্রিকের আবাসনে কঙ্কালকান্ড, গ্রেফতার ৩
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মহানগরীর আবাসনের ঘরে কঙ্কালকান্ড। এক গোপন সুত্রে খবর পেয়েই দমদম নাগেরবাজেরের একটি আবাসনের ঘরে হানা দিয়ে চক্ষু চড়কগাছ বন দফতরের কর্মীদের। উদ্ধার একাধিক মানুষের মাথার খুলি। শুধু মানুষের মাথার খুলিই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু হরিণের শিং, চামড়া, বাঘের দাঁত ইত্যাদি।
এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। সুত্রের খবর, দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকায় এক তান্ত্রিকের ফ্ল্যাটে হানা দিয়ে এই রহস্যভেদ করে পুলিশ ও বনকর্মীরা। কিন্তু ওই ফ্ল্যাটে মানুষের মাথার খুলি কোথা থেকে এল সেটা ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের।
জ্যোতিষ ও তন্ত্র সাধনার নামে বেআইনি দ্রব্য পাচারের অভিযোগে ইতিমধ্যেই মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল, রাখাল চৌধুরী, দুলাল অধিকারী এবং অরিজিত্ গুপ্ত। পুলিশের অনুমান, তন্ত্র সাধানা করার আড়ালে ওইসব বেআইনি সামগ্রী পাচারের ছক কষা হয়েছিল। এর পিছনে বড় কোনো হাতের মদত আছে বলে অনুমান পুলিশের।