September 8, 2024

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত চাকদহের বিষ্ণপুর এলাকা

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, চাকদহ : তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকা। এদিন বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক তৃনমূল নেতা। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শাসকদলের দু’টি গোষ্ঠীর মধ্যে হটাৎ ঝামেলা শুরু হয়। সেটা মারামারি থেকে বোমাবাজিতে পরিণত হওয়ায় এক জনের আহত হওয়ার খবর মেলে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে রিপন বিশ্বাসকে।



অন্য দিকে, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল প্রধানের স্বামী বুদ্ধদেব বিশ্বাসেরও। যদিও তাঁর স্ত্রী অপর্ণা বিশ্বাস স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে জখম রিপন বিশ্বাস কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements

Leave a Reply