December 11, 2024

এরিয়ানকে হারিয়ে কলকাতা লিগে রেনবোর বড় জয়

0
Img 20190902 Wa0001.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : কলকাতা ফুটবল লীগে প্রিমিয়ার ডিভিশনে এরিয়ানকে ১-০ গোলে হারিয়ে নিউ বারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব বড় জয় এর মুখ দেখল, শনিবার কল্যানীর গয়েশপুর মাঠে। মহামেডান স্পোর্টিং এর সঙ্গে রেনবো এসি অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।

শনিবার রেনবো এসি বনাম এরিয়ান পরস্পরের মুখোমুখি হয়েছিল। খেলার প্রথম থেকেই রেনবো জয়ের লক্ষ্যে প্রায় আক্রমনাত্মক ছিল। মাঝ মাঠ থেকে তা রেনবোর দখলে চলে যায়। খেলার দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটের মাথায় রেনবোর মিডহাফ অভিজিৎ সরকার অসাধারন গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান। ৫টি খেলায় রেনবোর পয়েন্ট ৬ একটিতে হার এবং তিনটিতে ড্র।

যেকোনো রকমের খবর খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এই অভিজিৎ সরকার গত লিগে অধিনায়ক ছিলেন। এবারে দলের মুখে হাসিঁ ফোটালেন সেই রেনবোর অভিজিৎ। এদিন মাঠে উপস্হিত ছিলেন নিউবারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদার, কোচ প্রশান্ত চক্রবর্তী সহ রেনবোর অসংখ্য সমর্থকরা।

প্রায় সকলেই উল্লাসিত রেনবোর এই জয় নিয়ে। এদিন সুখেন মজুমদার বললেন ছেলেরা ভালো খেলেছে। আরো গোলের চেষ্টা করেছিল। আর সামনে আরো খেলা আছে। লিগ জয়ের লক্ষ্যে রেনবো আগামীতে আরও এগিয়ে যাবে এই আশাই রাখি।

Advertisements

Leave a Reply