June 22, 2025

খেলার দুনিয়ায় ঘটল নক্ষত্র পতন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ

0
Advertisements

HnExpress ওয়েবডেস্ক নিউজ, ভাস্কর বাগচি : সবার সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১০ই জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ সিং। তিনি সোমবার এক সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘২২ গজে ২৫ বছর কাটানোর পর আমি পরবর্তীর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটই শিখিয়েছে এগিয়ে চলার মন্ত্র মন্তব্য যুবরাজের। একদিনের ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করা যুবরাজ ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান করেছেন।

পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রিকেটার ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তবে মারণরোগের সঙ্গেও লড়াই করে ফের ২২ গজে ফিরে আসেন যুবরাজ সিং।

Advertisements

Leave a Reply